ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

তাপদাহের প্রকোপ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

কয়েক দিনের তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ। তবে আবহাওয়া অফিস বলছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই তাপদাহের প্রকোপ তুলনামূলক কম থাকবে। এরপর শুক্রবার থেকে আবারও পর্যায়ক্রমে গরম বাড়বে। তখন তাপমাত্রা ৪২ ডিগ্রিও ছাড়িয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আপাতত স্থায়ী বৃষ্টির সম্ভাবনা নেই। দেশের কোথাও কোথাও হতে পারে কালবৈশাখী। বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের বাড়তি উপস্থিতির কারণে গরম বেশি অনূভুত হবে। এতে মূল তাপমাত্রা কিছুটা কম থাকলেও অনূভুত তাপমাত্রার পরিমাণ হবে ৪৪ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াস।


আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেছেন, আজ (১৭ এপ্রিল) ও আগামীকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিশেষ করে তাপপ্রবাহের আওতাধীন এলাকা একটু কমে গেলেও বিদ্যমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। বিচ্ছিন্নভাবে বজ্রঝড় বিদ্যমান তাপপ্রবাহে তেমন একটা প্রভাব ফেলতে পারবে না। শুধু কিছু এলাকার তাপপ্রবাহ কমে যেতে পারে।


শুক্রবারের পর এই তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে। কোথাও কোথাও তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি পর্যন্ত ওঠানামা করতে পারে।

ads

Our Facebook Page